১১ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: আওয়ামী লীগের শান্তি সমাবেশ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন বলেছেন কেউ আন্দোলনের নামে যদি বিশৃঙ্খলা করে তাহলে আওয়ামীলীগ এর দাঁত ভাঙ্গা জবাব দিবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন এ দেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা দিয়েছেন এ দেশের অর্থনৈতিক মুক্তি। জনগণের কল্যাণে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামীলীগ মাঠে থাকবে।
স্বাধীনতা বিরোধী অপশক্তি, বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের নামে দেশ বিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার, নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে পলাশবাড়ীর বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ তিনি এসব কথা বলেন।
১১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ইউনিয়নের জুনদহ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারঃ) জসিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামিম মিয়ার সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নয়ন মাস্টার, কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতোয়ার রহমান, পবনাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আরজু প্রধান, আওয়ামীলীগ নেতা চন্দনসহ আরো অনেকে। শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।