০৫ অক্টোবর, ২০২৪
ছবি: ইজতেমা মোনাজাতে মুসুল্লিগন
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা ভিত্তিক ইজতেমা। জেলা তাবলিগ জামাত এ ইজতেমার আয়োজন করে।
শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টা ১৬ মিনিটে শুরু হয় মোনাজাত। প্রায় ১৫ মিনিটের এ মোনাজাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়। এ সময় সর্বস্তরের মুসল্লির ঢল নামে।
এর আগে, সকাল থেকে জেলার গোবিন্দনগরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে প্রয়াত আনোয়ার হোসেন লাল মিয়ার পুরাতন ইটভাটা মাঠে সমবেত হন হাজার হাজার মানুষ। মুসল্লিদের আগমনে ইজতেমা মাঠ পরিণত হয় জনসমুদ্রে। মাঠের সহ আশপাশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এ আখেরি মোনাজাতে অংশ নেন।
আখেরি মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। মোনাজাতে ১০ হাজারও বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা দাবি করেছেন।
এর আগে এই ইজতেমাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গত ৩ অক্টোবর ইজতেমা শুরু হয়ে শনিবার শেষ হয়।
Good news
Good