২৭ ডিসেম্বর, ২০২২
ছবি: মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
আজ ২৭ ডিসেম্বর ফেনী -২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল হাজারীর প্রথম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের আজকের এ দিনে তিনি মৃত্যু বরণ করেন।
বর্ষীয়ান নেতা জয়নাল হাজারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন জেলা আওয়ামী লীগ। এসময় মরহুমের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মাস্টার পাড়ার জয়নাল হাজারীর পৈতৃক বাড়িতে গরু জবাই করে মেজবানের আয়োজন করেছেন করেছেন ফেনী -২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে টানা ২০০১ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৬ সালে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওয়ান ইলেভেনের সময় তিনি আত্নগোপনে চলে যান। আত্নগোপনে থাকা অবস্হায় নির্বাচন করে তিনি বিএনপি দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীনের কাছে পরাজিত হন। আত্নগোপন থেকে জয়নাল হাজারী দেশে ফিরে এসে ফেনীর রাজনীতির হাল ধরতে পারেননি।
জয়নাল হাজারী জীবনের শেষ সময়গুলো ঢাকায় নিজের ফ্ল্যাটে কাটান। সন্ত্রাসের জনপদ খ্যাত ফেনীর রাজনীতি স্বাধীনতার পরবর্তী সময়ে সবচাইতে প্রভাবশালী ব্যক্তি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল হাজারী। জয়নাল হাজারীর আমলে রাষ্ট্রীয় প্রশাসন কাঠামোসহ এ জনপদের মানুষ তাঁর ইশারায় উঠা-বসা করতো। তিনি ১৯৮৯ সালে ফেনীতে স্টিয়ারিং বাহিনী গড়ে তুলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি অপ্রতিরোধ্য হয়ে পড়ে। জয়নাল হাজারী মৃত্যু বরণ করার আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।
Good news
Good