২৯ মে, ২০২৫
ছবি: আজ ছিল কবি পুলিন রায়ের শেষ কার্যদিবস।
আজ ছিল কবি পুলিন রায়ের শেষ কার্যদিবস।
সুনামগঞ্জের ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়ের অবসর জনিত কারণে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ ছিল কবি পুলিন রায়ের শেষ কার্যদিবস।
বৃহস্পতিবার সকালে কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ সোয়েব আহমেদ। ব্যানবেইজ অফিসের ল্যাব এসিস্টেন্ট অর্ণব নাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি পুলিন রায়ের সহধর্মিণী রঞ্জু রাণী রায়,অফিস সহায়ক সাইফুদ্দিন হাওলাদার, কবি পুলিন রায়ের বড় ছেলে অনিমেষ রায় পিয়াস, পুত্র বধু সৃজনী রায়,কনিষ্ঠ ছেলে অনিরুদ্ধ রায় পরাগ,অফিসের নিরাপত্তা প্রহরী বদর উদ্দিন, অফিস সহায়ক ইউনুস মিয়া,মাহফুজুর রহমান প্রমূখ।অনুষ্ঠান শেষে কবি পুলিন রায়ের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন শান্তি গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান।তিনি অতিরিক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
আজ ছিল কবি পুলিন রায়ের শেষ কার্যদিবস। অনুষ্ঠানে বক্তারা বলেন কবি পুলিন রায় সততা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করায় ছাতক বাসী স্বর্ণাক্ষরে মনে রাখবে।তার বাকি জীবন সাহিত্যের মধ্যে কাটিয়ে মানুষের মনে ঠাঁই করে নিবেন। এটাই সকলের আশা ও প্রত্যাশা।
Good news
Good