২৫ ডিসেম্বর, ২০২২
ছবি: আজ বড়দিন
২৫ ডিসেম্বর সকালে গির্জায় থাকবে বড়দিনের বিশেষ প্রার্থনা। লক্ষীবাজার গির্জায় সকাল ৮টা ৩০ মিনিটে, তেজগাঁও গির্জায় সকাল ৭টা ও ৯টা, মিরপুরে সকাল ৯টায়, মোহাম্মদপুরে সকাল ৮টা ৩০মিনিটে, রমনায় সকাল ৮টায়, কাফরুলে সকাল ৯টায় এবাং ভাটারায় বিশেষ প্রার্থনা হবে সকাল ৯টায়।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ ধর্মের প্রবর্তক যীশুখ্রিষ্টের জন্ম ২৫ ডিসেম্বর। দিনটিকে কেন্দ্র করে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা পালন করেন বড়দিন উৎসব।
যীশুখ্রিষ্টের জন্ম বেথেলহেমে। স্রষ্টার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে তিনি জন্মছিলেন পৃথিবীতে।
বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে এবং নানা আয়োজনে পালিত হয় বড়দিন। খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।
এ জন্য সংশ্লিষ্ট গির্জা কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্ক্ষলাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। উৎসব উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানের গির্জা সাজানো হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে গির্জাগুলোর ভেতরে-বাইরে।
রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে সাজানো হয়েছে ক্রিশমাস ট্রি এবং প্রতীকী গোসালা ঘর।
রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রাল, তেজগাঁও, মিরপুর, মোহাম্মাদপুর, কাফরুল, ভাটারায় অবস্থিত গির্জায় শনিবার রাতের প্রার্থনা শেষ হয়েছে।
২৫ ডিসেম্বর সকালেও গির্জায় থাকবে বড়দিনের বিশেষ প্রার্থনা। লক্ষীবাজার গির্জায় সকাল ৮টা ৩০ মিনিটে, তেজগাঁও গির্জায় সকাল ৭টা ও ৯টা, মিরপুরে সকাল ৯টায়, মোহাম্মদপুরে সকাল ৮টা ৩০মিনিটে, রমনায় সকাল ৮টায়, কাফরুলে সকাল ৯টায় এবাং ভাটারায় বিশেষ প্রার্থনা হবে সকাল ৯টায়।
গির্জায় প্রার্থনার পর দিনটি উদযাপনে থাকবে পারিবারিক আয়োজন। খ্রিষ্টান পরিবারে তৈরি হবে কেক, বিশেষ খাবারের আয়োজনও থাকবে।
তেজগাঁও চার্চে রাত সাড়ে ১০ টায় বড়দিনের বিশেষ প্রার্থনায় ফাদার বলেন, ‘বড়দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই, উপহার দেই, উদার হই, খরচ করি, অসহায়দের সাহায্য করি। বড়দিনে আমরা যেন অন্তরে বড় হতে পারি।
‘বড়দিন বড় হবার দিন, বিশ্বাসের দিন, ভালোবাসার দিন, সহযোগিতার দিন, আশার দিন, আনন্দের দিন। আমরা যেন বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। সেটাই যিশুখ্রিষ্ট চেয়েছেন, সবাই যেন আনন্দে বড় হতে পারেন।’
তিনি বলেন, ‘যিশু খ্রিষ্ট এসেছেন মানব জাতিকে আলো দেখাতে। তিনি দরিদ্র্যকে বরণ করে এসেছেন, গোসালায় জন্ম নিয়ে। আমরাও যেন হৃদয় গোসালাকে প্রস্তুত রাখতে পারি।’
Good news
Good