৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আন্তর্জাতিক / ধর্ম ও জীবন / জাতীয়

আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে গফরগাঁওয়ে উলামা ও তৌহিদী জনতার বিক্ষোভ

২৮ নভেম্বর, ২০২৪

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী জনতার একাংশ

উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদান ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গফরগাঁওয়ের সর্বস্তরের আলেম  উলামা ও তৌহিদী জনতা।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের  গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ  মিছিলের আয়োজন করেন স্থানীয়রা।  পরে গফরগাঁও পৌরশহরে  বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে

বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী এ সংগঠনটির লক্ষ্যই হলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা।

বিগত ১৬ বছর ধরে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারে ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। এখন দেশকে তারা হিন্দু—মুসলিম দাঙ্গা সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা করছে। 
 

জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র—জনতা।

কিন্তু পতিত সরকারের দোসর ও দিল্লির ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে।

সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিক্ষোভে অবিলম্বে এ সংগঠনকে নিষিদ্ধের দাবি জানাই।সেইসাথে আইনজীবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানায় উপস্থিত বক্তরা।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার, ইসকন নিষিদ্ধ করা, ইসকনের অর্থের উৎস অনুসন্ধান ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Related Article