৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / ধর্ম ও জীবন

আগৈলঝাড়ায় শারদীয় দূর্গোৎসবে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লার পক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কুশল ও শুভেচ্ছা বিনিময়

০৩ অক্টোবর, ২০২২

জগদীশ মন্ডল,
বরিশাল জেলা (বরিশাল) প্রতিনিধি

ছবি: শারদীয় শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত নেতৃবৃন্দ

শারদীয় দূর্গোৎসবে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব  আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে মন্ডপে মন্ডপে গিয়ে শুভেচ্ছা ও কুলশ বিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। 
রবিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক দুটি দুর্গা মন্দির, বড়বাশাইল কালী মাতা মন্দির ও রাধাকৃষ্ণ সেবাশ্রম দুর্গা মন্দির, বড়বাশাই পশ্চিম পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বাহাদুরপুর ডাক্তারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, বাহাদুরপুর সার্বজনীন রাধাগোবিন্দ কালী ও দুর্গা মন্দির, বাহাদুরপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, আহুতি বাটরা নয়াবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন পুজা মন্দিরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এমপি’র পক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। এসময় মন্দির কমিটিগুলোর পক্ষ থেকে নেতৃবৃন্দকে স্বাগত জানানো হয়। 
পুজা মন্ডপ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ভাইস চেয়রম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, আওয়ামী লীগ নেতা ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, সহ-দপ্তর সম্পাদক উজ্জল লাহেড়ী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, আওয়ামী লীগ নেতা রেমন ভুইয়া, কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, আশীষ তপাদার, যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দনা।
এর আগে শনিবার সন্ধ্যার পরে উল্লেখিত নেতৃবৃন্দরা বাকাল ইউনিয়নের বাকালহাট সার্বজনীন দুর্গা মন্দির, কোদালধোয়া সার্বজনীন দুর্গা মন্দির, পয়সা সার্বজনীন দুর্গা মন্দির, বড়মগড়া সার্বজনীন দুর্গা মন্দির, সরবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করে পুজার আয়োজক ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রসংগতঃ ১৬৩টি মন্ডপে অনুষ্ঠেয় পুজার মধ্য দিয়ে বরিশাল বিভাগ তথা দেশের সবচেয়ে বেশী পুজা অনুষ্ঠিত হচ্ছে আগৈলঝাড়া উপজেলায়।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news