০৬ এপ্রিল, ২০২৩
ছবি: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতাড়ন অনুষ্ঠানে উপস্থিত অতিথি
আগৈলঝাড়ায় ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর ১৯২ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হলো প্রধান মন্ত্রীর উপহারের ট্যাব।
গতকাল সকাল ১০ ঘটিকায় শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপজেলার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর ১৯২ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া প্রধান মন্ত্রীর উপহারের ট্যাব। প্রধান মন্ত্রীর উপহারের ট্যাব বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার বাড়ৈ, বিপ্লবী সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সাংবাদিক অজয় দাস গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, একাডেমী সুপার ভাইজার প্রান কুমার ঘটক প্রমুখ। বিতরন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।