১৭ মার্চ, ২০২৩
ছবি: জাতীয় শিশু দিবস ও জাতির পিতার জন্মদিন উপলক্ষে উপস্থিত অতিথি
বরিশালের আগৈলঝাড়ায় নাঘিরপার মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি- ০৩৫১) এর আয়োজনে, সকালে ১০ ঘটিকায় মিশন স্কুল হলরুমে। শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক আলোচনার মধ্যে দিয়ে, জাতির পিতার (১০৩তম) জন্মদিনে কোমলমতি শিশুদের নিয়ে কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলসিসি সদস্য মি: দিলীপ বাড়ৈ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা নারী ও শিশু বিষয়ে হেল্প ডেস্কে দায়িত্বে থাকা এস আই মিজানুর রহমান মিশু, এসময়ে আরো উপস্থিত ছিলেন প্রকল্প ব্যাবস্থাপক প্রদিপ কুমার সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোল্লা আসাদুজ্জামান সবুজ, আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি জগদীশ মন্ডল, এলসিসি সদস্য মিসেস সুবর্না সরকার, রাহুতপাড়া সেন্টার ম্যানেজার উইলিয়াম রনি বাড়ৈ।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ ও শিশু অধিকার আইন নিয়ে উপস্থিত অভিবাবকদের উপস্থিতিতে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময়ে ব্যাবস্থাপক শিশু সুরক্ষা, ও নিরাপত্তা ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, দুস্ত অসহায়দের সহযোগিতা এবং ঐ শিশুদের পারিবারিক ভাবে সাবলম্বী করাই কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশর মূল লক্ষ্য, আমারা সকলে মিলেমিশে এগুলোকে প্রতিহত করায় ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করবো।
তিনি আরো বলেন আমরা ইতিমধ্যে অনেক পরিবার কে সাবলম্বী করতে বিভিন্ন ধরনের উপকরণ যেমন সেলাই মেশিন, গরু, ছাগল, শিক্ষা উপকরণ, ভ্যানগাড়ি ক্রয়, শিশুদের মাঝে ড্রেস বিতরন সহ বিভিন্ন সময়ে অপুষ্টিতে ভোগা শিশুদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো হেল্থ চেকাপ গর্ভবতিদের ভাতা সহ বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা, পরিচালনা করেন এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়নে, অর্থায়নে সুনিপুণ ভাবে কাজ করছে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ভবিষ্যতে ও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে, জাতির পিতার জীবনি তুলে ধরে প্রতিযোগিতায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শিশু হিমেল বিশ্বাস।
উপস্থিত সকল শিশুর অভিবাবকদের প্রজেক্টর চিত্রতে জাতির পিতার কর্মময় জীবনের ইতিহাস দেখানো হয়।