৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

আগৈলঝাড়ায় জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান শুরু

১৫ নভেম্বর, ২০২২

জগদীশ মন্ডল,
বরিশাল জেলা (বরিশাল) প্রতিনিধি

ছবি: জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করছেন কর্মীরা।

বরিশালের আগৈলঝাড়ায় জলাতঙ্ক রোগ নির্মূলে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর এর সহযোগিতায় জলাতঙ্ক নির্মূলে কুকুরের শরীরে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি এলাকার কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিয়ে (ভ্যাকসিনেশন করে) কুকুরকে নিরাপদ রাখা হচ্ছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার বলেন, জলাতঙ্ক সাধারণত লিসা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। মাংসপেশী কিংবা স্নায়ুতে ঢুকে ভাইরাস বংশ বৃদ্ধি করে থাকে। জলাতঙ্ক ভাইরাসজনিত মারাত্মক সংক্রমক রোগ। মূলত কুকুরের কামড় বা আঁচড়ে এ রোগ ছড়ায়। এই রোগকে হাইড্রোফোবিয়া বা পাগলা রোগও বলা হয়। সবগুলো কুকুরকে বিশেষ কায়দায় জালে ভরে ভ্যাকসিনেশন করা হচ্ছে।
কুকুরকে টিকা দেয়া কর্মী সাইদুল হোসেন বলেন, আমরা উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি এলাকার আনাচে কানাচে কুকুর খুঁজে টিকা প্রদান করছি। টিকা দেয়ার পরে ওই কুকুরের গায়ে রং দিয়ে দেয়া হয়। সাত দিন পর্যন্ত থাকবে এই রং। তবে একবার টিকা দিলেই কুকুর সারা জীবনের জন্য নিরাপদ হয়ে যায় না।
তিনি আরও জানান, টিকা দিলে এক থেকে দুই বছরের জন্য নিরাপদ হবে কুকুরগুলো। পরে আবার টিকা দেয়া হবে এই কুকুর গুলোকে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good