০২ অক্টোবর, ২০২২
ছবি: আগৈলঝাড়া জাতীয় উৎপাদনশীল দিবসে উপস্থিত কর্মকর্তা
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলনতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ”চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার সকালে বিভিন্ন সড়কে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসাইন, উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা খাতুন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, দেশ উন্নয়নে অনেক দুর এগিয়ে গেছে। দেশকে আর কেউ পিছনে নিতে পারবে না। তাই সবাই মিলে এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হবে। তাহলে দেশের জনগন ভাল থাকবে।