০৬ অক্টোবর, ২০২২
ছবি: আগৈলঝাড়া জন্ম মৃত্যু নিবন্ধন দিবসে উপস্থিত কর্মকর্তা
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন ২০২২ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্ভূল জন্ম -মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গরব, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলা প্রাশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন সড়কে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, এ-সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আই সিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসান, বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস,রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা মডেল ইউনিয়ন সচিব সাধন হালদার,বাকাল ইউনিয়ন সচিব সুবর্না মন্ডল, রাজিহার ইউনিয়ন সচিব গৌতম পাল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভায় নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন নির্ভূল তথ্য দিয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন করা প্রতিটি নাগরিকদের দায়িত্ব দেশকে সামনের দিকে এগিয়ে নিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশকে সম্পূর্ণ ডিজিটালে রূপান্তরিত করিবার লক্ষ্য নিয়ে সবাই মিলে নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করি, ডিজিটাল উন্নয়নের ধারা অব্যাহত রাখি।