১৬ মার্চ ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আইন-আদালত

আগৈলঝাড়ায় গাঁজাসেবী শ্যামল বেপারীর ভ্রাম্যমান আদালতে তিন মাসের কারাদন্ড

০৮ অক্টোবর, ২০২২

জগদীশ মন্ডল,
বরিশাল জেলা (বরিশাল) প্রতিনিধি

ছবি: আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতে তিনমাসের কারাদণ্ড প্রাপ্ত শ্যামল

বরিশালের আগৈলঝাড়ায় এক গাঁজাসেবীকে তিন মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে আটককৃত ওই গাঁজা সেবীকে পুলিশ গাঁজাসহ বসত ঘর থেকে হাতেনাতে আটকের পর তার বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন উল্লেখিত দন্ডাদেশের রায় প্রদান করেন।

থানা ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মাদক সেবন ও ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার দুপুরে উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের নিরাঞ্জন বেপারীর ছেলে শ্যামল বেপারীকে (৪৫) গাঁজাসহ আটক করে।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে ভ্রাম্যামান আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজাসহ আটক শ্যামল বেপারীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ ধারার ২১নং ক্রমিকের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত শ্যামলকে শনিবার থানা হেফাজতে রাখা হয়েছে, রবিবার সকালে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি মাজহারুল ইসলাম।

Related Article