৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / সাহিত্য ও সংস্কৃতি

আগৈলঝাড়ায় দাসের বাড়ি কুসুম কুমারী দাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

০১ অক্টোবর, ২০২২

জগদীশ মন্ডল,
বরিশাল জেলা (বরিশাল) প্রতিনিধি

ছবি: ছবি: প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত একুশে পদক প্রাপ্ত সাংবাদিক অজযদাস গুপ্ত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের চার শতাধিক শিশুর অংশগ্রহণে দাশের বাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুসুম কুমারী দাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গৈলা দাশের বাড়ির আঙিনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. ছাদেকুল আরেফিন ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত। এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে চার শতাধিক শিশু অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চ্যান্সেলর ড. ছাদেকুল আরেফিন এর সহধর্মীনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. ইসরাত জাহান রূপা, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, বরিশাল শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশিষ দাশ গুপ্ত, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যার্টানি জেনারেল এ্যাড. অমিত দাশ গুপ্ত প্রমুখ। এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী চার শতাধিক শিশুকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার বিতরণ করা হয়।

Related Article