৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

আগৈলঝাড়ায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে জতীয় শোক দিবস পালিত

১৫ অগাস্ট, ২০২৩

জগদীশ মন্ডল,
বরিশাল জেলা (বরিশাল) প্রতিনিধি

ছবি: বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় শোক দিবসে উপস্থিত নেতৃবৃন্দ

আগৈলঝাড়ায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে জতীয় শোক দিবস পালিত।

বরিশালের আগৈলঝাড়া উপজেলা রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত,জাতীয়  শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জগদীশ ভক্তর সভাপতিত্বে সকাল দশটায় জাতির পিতার প্রতিকৃত্বে পুষ্পমাল্য অর্পণ,

 শেষে র‍্যালী বের করে বিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিন করে, বিদ্যালয়ের হলরুমে উপস্থিত  ছাত্র ছাত্রী দের মধ্যে কবিতা আবৃত্তি বঙ্গবন্ধুর জীবনের উপরে উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাংকন ,দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা হয় , প্রতিযগিতায় উত্তির্ন দের মাঝে  পুরুস্কার বিতাড়নে,(কবিতা) চুমকি ভদ্র,প্রনব দাশ,ইশিতা হালদার,(চিত্রাংকন) ঈন্দ্র জয়ধর, (বক্তব্য) ডেভিড বাড়ৈ,ইশিকা মন্ডল, চন্দ্রা বেপারী,(দেশত্মবোধক গান) সর্না বিশ্বাস, তৃশাজয়ধর,স্বস্থিকা হালদার, শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়, 

এসময়ে জাতীয়  শোক সভায় বক্তব্য রাখেন  প্রধান শিক্ষক,সত্য রঞ্জন বাড়ৈ,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক 
বিরাট ভদ্র,জনার্ধন হালদার, অবিভাবক সদস্য জিতেন্দ্র নাথ ঘটক, দিলিপ তালুকদার, 

ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন পান্ডে,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ অধিকারী প্রমুখ।

Related Article