২০ অক্টোবর, ২০২২
ছবি: আগৈলঝাড়া ৫০ শয্যা হাসপাতালে যক্ষা কার্যক্রম পরিদর্শনে আসা ভারত কেনিয়ার চিকিৎসক দল
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা কার্যক্রম পরিদর্শনে আসেন কেনিয়া ও ভারতের চিকিৎসকরা। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা কার্যক্রম পরিদর্শনে আসেন কেনিয়া চিকিৎসক ডা. চাকায় মুহওয়া ও ভারতের চিকিৎসক ডা. শ্রীনিবাস নায়ার, ডা. জোসেফ ক্যারেল। এ সময় আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনসহ হাসপাতালের চিকিৎসকরা। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর মো. আব্দুস সালাম, ডা. শাকিল আহম্মেদ, ডা. মো. আব্দুল হাদী খান, ডা. মোস্তফা খালেদ, ডা. আজাহারুল ইসলাম খান, ডা. সাব্বির আহম্মেদ, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈসহ প্রমুখ। পরে উপজেলার মোল্লাপাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার কার্যক্রম পরিদর্শন করেন এবং তারা আগৈলঝাড়া উপজেলার সামগ্রীক স্বাস্থ্য ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। এ কার্যক্রমের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া উপজেলাকে যক্ষ্মা মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
Good news
Good