৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

০৮ ডিসেম্বর, ২০২৪

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজারে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শনিবার ( ৮ ডিসেম্বর ) মধ্যরাতে তাদেরকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারে দায়িত্বরত র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া ) মোঃ কামরুজ্জামান।

তিনি বলেন, কক্সবাজার জেলার সদর থানাধীন পিএমখালী ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে র‌্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল খালেক নামে এক অস্ত্র ব্যবসায়ীসহ তার দুই সহযোগীকে আটক করতে সক্ষম হয় এবং তাদের নিকট থেকে ০৬টি দেশীয় তৈরী এলজি পিস্তল এবং ৭০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অস্ত্র কারবারী চক্রের সদস্য। এছাড়া আরো জানায় যে, তারা অস্ত্রগুলো মহেশখালী থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন স্থানে মজুদ করতো এবং পরবর্তীতে এ অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্পে বিক্রয় করতো। 

গ্রেফতারকৃতরা চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারী ও অস্ত্র কারবারী চক্রের অন্যতম সদস্য। গ্রেফতারকৃত খালেকের নামে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৮টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত নোমানের নামে মহেশখালী থানায় অস্ত্র, মাদক, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৭টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত ছুরুত আলমের নামে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০১টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের এসএম পাড়া এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে আব্দুল খালেক (২৯), মহেশখালী উপজেলার বড় মহেশখালী, দেবাঙ্গাপাড়া এলাকার রশিদ মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৫) ও কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়া এলাকার মৃত অছিউরের ছেলে  ছুরুত আলম (৫৭)।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Related Article