২১ মার্চ, ২০২৩
ছবি: ২২ মার্চ ২০২৩ সারাদেশের ন্যায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করার দৃশ্য।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা হতে যাচ্ছে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা। দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী বাসস্থান হচ্ছে একজন নাগরিকের মৌলিক চাহিদার অন্যতম। আর তা নিশ্চিত করতে আগামী ২২ মার্চ ২০২৩ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় ভোলাহাট উপজেলাকেও গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় (২০ মার্চ ২০২৩) সোমবার বিকাল ৪টায় ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন, ইউএনও উম্মে তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কাউছার আলম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি এম.জি কবির পিকু, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফ, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আলী হায়দার, সাংবাদিক বি.এম রুবেল আহমেদ, মোঃ জামিল হোসেনসহ অন্যরা।
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনের জন্য নীতিমালা ২০২০ তৈরী করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলায় তিনধাপে-ভোলাহাট সদর ইউনিয়নে ৪০৭টি, গোহালবাড়ী ইউনিয়নে ২৫২টি, দলদলী ইউনিয়নে ২৯৮টি এবং জামবাড়ীয়া ইউনিয়নে ১৬৫টি গৃহহীন ও ভূমিহীনকে মোট ১১২২ পরিবারকে ঘর ও জমির দলিল হস্তান্তর করেছেন, ভোলাহাট উপজেলা প্রশাসন। এর মধ্যে ৩টি ঘর রয়েছে ব্যক্তিগত উদ্দ্যোগে এবং ১টি ঘর রয়েছে রাজস্ব খাত থেকে। ভোলাহাট উপজেলায় এনিয়ে সর্বমোট বাড়ী রয়েছে ১হাজার, ১'শ ২২টি বলে জানান উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। তিনি আরো বলেন, ভোলাহাট উপজেলায় আরো কোনো গৃহহীন ও ভূমিহীন যদি পাওয়া যায় তাহলে আমরা এ ব্যাপারে যা যা করা দরকার প্রয়োজনে সেটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো বলে তিনি আশ্বাস প্রদাণ করেন।