৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আইন-আদালত

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

০৪ অক্টোবর, ২০২৪

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: নির্মাণাধীন স্থাপনা

বিবদমান জমিতে আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে স্থাপনা নির্মাণ কাজ চালানোর অভিযোগ উঠেছে রুবেল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এর প্রতিকার চেয়ে জমির মালিকানা দাবিদার আব্দুল মমিনের স্ত্রী মোছাঃ আমেনা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 
 

তার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী ভাড়াটে লোকজনের সহায়তায় আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
 

জানা গেছে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্স পুর মৌজার ৪০ নম্বর এসএ খতিয়ানভুক্ত ২০৯ দাগের ৪৪ শতাংশ জমি আব্দুর রসিদ থেকে ক্রয় সূত্রে মালিক আবদুল মমিন। এ নিয়ে ২০২০ সালে মাধবপুর সহকারী  জজ আদালত হবিগঞ্জে মোঃ রুবেল মিয়ার বিরুদ্ধে ল্যান্ড সার্ভে ২৮৬/২০২০ এবং স্বত্ব মামলা ৬০/২০২০ করেন জমির মালিক আব্দুল মমিনের স্ত্রী আমেনা খাতুন। মামলা দুইটি এখনও বিচারাধীন রয়েছে।

এদিকে আব্দুল হামিদের ওয়ারিশদের কাছ থেকে বিবদমান জমি কিনে সেখানে স্থাপনা নির্মাণ শুরু করেন মাধবপুর উপজেলাের চৌমুহনী ইউনিয়নের আলাবক্স পুর গ্রামের আব্দুল মোতালেব ছেলে রুবেল মিয়া।

এতে বাদী পক্ষের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। বাদী পক্ষ গত ২৬ সেপ্টেম্বর ওই জমিতে স্থাপনা নির্মাণ, মাটি কাটা এবং ভূমির আকার পরিবর্তনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন।  

আদালত ওই জমিতে উভয়পক্ষের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। কিন্তু নির্দেশনা মানছেনা বিবাদী পক্ষ। ওই পক্ষের মাসুদ আলম গত ১৭ সেপ্টেম্বর ওই জমিতে বাড়ির কাজ শুরু করেন। এতে বাদী পক্ষ বাধা দিলে বিবাদী পক্ষ ক্ষিপ্ত হয়। এছাড়া বিবাদীরা স্থানীয় প্রভাবশালী লোকজনকে ভাড়া করে কাজ চালিয়ে যাচ্ছেন।  

এ বিষয়ে গত ১৮ সেপ্টেম্বর ভুক্তভোগী মোছাঃ আমেনা খাতুন  বাদী হয়ে মোঃ রুবেল মিয়াকে বিবাদী করে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন।  

বাদী মেছাঃ আমেনা খাতুন বলেন, জমির মালিকানা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু বিবাদীরা আদালতের নির্দেশনা মানছেন না।  

এ বিষয়ে অভিযুক্ত মো. মাসুদ ক্রয় সূত্রে জমিটির মালিকানা দাবি করে বলেন, আমাদের জমিতে আমরা বাড়ি বানাচ্ছি। আমাদের মালিকানার কাগজপত্র আছে। কিন্তু বাদী পক্ষ অহেতুক আমাদের হয়রানি করছে।  

আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, এ নিষেধাজ্ঞা দিয়ে আমাদের কাজ বন্ধ রাখা যায় না।

এ বিষয়ে জানতে চাইলে কাসিম নগর পুলিশ ফাঁড়ি  উপপরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কাজ বন্ধ রাখতে বলি। কিন্তু বিবাদীরা আমাদের কথা শুনছেন না। তারা কাজ চালু রেখেছেন।

 

Related Article