১২ অক্টোবর, ২০২২
ছবি: সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে সড়টি
দীর্ঘ দিন যাবৎ সড়কটি সংস্কার না করায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশ ইউনিয়নের নোয়াপাড়া তেমনিয়া গ্ৰ্যামের একমাত্র সড়টির অবস্থা বেহাল। এটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, 4 কি. মি. দীর্ঘ সড়কটি সারাটাই খানাখন্দে ভরা । শুকনো মৌসুমে ধূলি ওড়ে আর কাঁদা পানিতে নষ্ট হয়ে যায় জামা কাপড়। সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় সড়টি, বিভিন্ন যায় সড়টির পিচ ঢালাই উঠে গেছে। যার ফলে এ সড়টি দিয়ে আর চলাচল করা যায়না। এতে চলাচলের ভোগান্তিতে পড়েছেন তেমনিয়া, নোয়াপাড়া গ্ৰ্যামের হাজারো মানুষ। যানা রায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমনিয়া নোয়াপাড়া গ্ৰ্যামের প্রধান সড়ক এটি। অটোরিকশা চালক ফারুক হোসেন বলেন, আগের মতো চলাচল করার আমরার আর মজা নাই।
Good news
Good