৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

৪ কি.মি. দীর্ঘ সড়কটি সারাটাই খানাখন্দে ভরা

১২ অক্টোবর, ২০২২

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে সড়টি

দীর্ঘ দিন যাবৎ সড়কটি সংস্কার না করায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশ ইউনিয়নের নোয়াপাড়া তেমনিয়া গ্ৰ্যামের একমাত্র সড়টির অবস্থা বেহাল‌। এটি চলাচলের সম্পূর্ণ  অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, 4 কি. মি. দীর্ঘ সড়কটি সারাটাই খানাখন্দে ভরা । শুকনো মৌসুমে ধূলি ওড়ে  আর কাঁদা পানিতে নষ্ট হয়ে যায় জামা কাপড়। সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় সড়টি,  বিভিন্ন যায়  সড়টির পিচ ঢালাই উঠে গেছে। যার ফলে এ সড়টি দিয়ে আর চলাচল করা যায়না। এতে চলাচলের ভোগান্তিতে পড়েছেন তেমনিয়া, নোয়াপাড়া গ্ৰ্যামের হাজারো মানুষ।  যানা রায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমনিয়া নোয়াপাড়া গ্ৰ্যামের প্রধান সড়ক এটি।  অটোরিকশা চালক ফারুক হোসেন বলেন, আগের মতো চলাচল করার আমরার আর মজা নাই।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good