২৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: বাৎসরিক বনভোজন তথা ফ্যামিলি ডে’র দিনব্যাপি নানা অনুষ্ঠানের চিত্র।
ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল এই তিন উপজেলা নিয়ে গঠিত নির্দলীয়-নিরপেক্ষ প্রতিষ্ঠান ‘সাংবাদিক কল্যাণ তহবিল-এর বাৎসরিক ফ্যামিলি ডে ২০২৩ অনুষ্ঠিত হলো নাটোর জেলার লালপুর গ্রিনভ্যালি পার্কে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৩) দিনব্যাপি তিন উপজেলার প্রায় শতাধিক সাংবাদিক ও তাঁদের সহধর্মীনিসহ ছেলেমেয়ে নিয়ে বাৎসরিক বনভোজন ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। সাকত আয়োজিত দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানে মোঃ আসাদুল্লাহ্'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌরসভার মেয়র মোঃ আব্দুর রশিদ খাঁন ঝালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহফুজা খাতুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের খোকন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ দুলাল উদ্দিন খাঁন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনসহ সূধীজনেরা।
সিনিয়র সাংবাদিক এম.এস.আই শরীফের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং গোমস্তাপুর উপজেলার চৌকুস সাংবাদিক মোঃ সুমন রেজার সঞ্চালনায় সাকত’র সদস্য, পরিবার ও অতিথিদের নিয়ে দিনব্যাপি আনন্দ বিনোদনের মধ্যে আরো মুনোমুগ্ধকর হয়ে উঠে সাংবাদিকমহল।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক মোঃ সুমন আলী, সাংবাদিক ও সাকত’র সহ-সভাপতি মোঃ শাকিল রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রুবেল আহমেদ, সাংবাদিক কায়সার আহমেদ, শাহ্ কবির, রবিউল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।