৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগর পৌরসভা মেয়রের ৩ বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫ নভেম্বর, ২০২২

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: ৩ বছর পুর্তি নবীনগর পৌরসভার সৌন্দর্যবর্ধনসহ উন্নয়নে আলাপ কালে।

নবীনগর পৌরসভা মেয়রের ৩ বছর পুর্তি  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় মেয়র এড. শিব শংকর দাস বলেন পরম করুণাময়ের অশেষ কৃপায় ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে। নৌকা প্রতীকে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এ চেয়ারে বসেছি। গত তিন বছরে চেষ্টা করেছি। আপনাদের সকল আশা আকাঙ্খা পূরণের জন্য। কতটুকু করতে পেরেছি। সেই ভার আমি আপনাদের উপরই দিলাম। নবীনগর পৌরসভার সৌন্দর্যবর্ধন সহ উন্নয়নে সকলের সহযোগিতা চাই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়রের তিন বছর পুর্তি উপলক্ষে সোমবার(১৪/১১) রাত ৮ ঘটিকায় পৌরসভার কার্যালয়ে সাংবাদিক ও সুধী সমাজের সাথে মতবিনিময়কালে এই কথাগুলো বলেন মেয়র এড. শিব শংকর দাস। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমার এই তিন বছরে শতভাগ বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও স্যানিটেশন নিশ্চিত করতে পেরেছি। বিধবা ভাতা শতভাগ না হলেও আগামী দুই বছরে শতভাগ হয়ে যাবে। পৌর এলাকায় সড়ক বাতি ১০ কি.মি. বিদ্যুৎ লাইন ও  সুপ্রিয় পানির লাইন আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হবে। অবকাঠামো উন্নয়নে ১২৬টি স্কিমে প্রায় ৫০ কোটি টাকার কাজ হয়েছে। ৩৫ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আগামী দুই বছরে কেন্দ্রীয় কবরস্থান ও মহাশ্মশান উন্নয়ন সহ অবকাঠামো উন্নয়ন ও শহর সৌন্দর্য বর্ধনে আরো প্রায় ৫০ কোটি টাকার কাজ করা হবে। 
সভায় বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, ভিপি আব্দুর রহমান, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, সাংবাদিক সঞ্জয় সাহা, জালাল উদ্দীন মনির, আবু কাউসার, সঞ্জয় শীল,মিঠু সূত্রধর ও পিয়াল হাসান রিয়াজ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সকল কাউন্সিলর,কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good