১৬ নভেম্বর, ২০২৩
ছবি: ঘুর্ণিঝড়ের সংকেত ছবি
হামুনের ২২ দিন পর আবারো সাগর বক্ষে গভীর নিম্নচাপ। নীল জলের সাগর অশান্ত। আকাশে মেঘের ঘনঘটা। থেমে থেমে বৃষ্টির কসরত। সাগর থেকে তীরে ভিড়েছে পাঁচশোর অধিক মাছ ধরার নৌকা। কারণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। যার প্রভাবে সাগর রয়েছে কিছুটা উত্তাল।
যার কারনে কক্সবাজারসহ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর
সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজারের আবহাওয়াবিদ মোহাম্মদ ইমাম উদ্দিন বলছেন, গেলো রাত থেকে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল আছে। এবং এটি কক্সবাজার থেকে ৬৮৫ কিলোমিটার দুরে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি।
গভীর নিম্নচাপটি ঘূর্নীঝড়ে রুপ নিতে পারে বলে আশংকা করছে আবহাওয়াবিদেরা আর ঘূর্নিঝড়ে রুপ নিলে এর নাম হবে মিধিলি।