২৯ মে, ২০২৩
ছবি: চাল বিতরণের চিত্র
পটুয়াখালীররাঙ্গাবালী উপজেলার জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারেসাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞাচলাকালীন বেকার-কর্মহীন থাকায় সোমবার উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ২ হাজার ৩৯৩জন জেলেকে এই সহায়তা দেওয়াহয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা খাদ্যগুদাম মাঠে তদারকি কর্মকর্তার উপস্থিতিতে সুবিধাভোগী জেলেদেরকে বরাদ্দ অনুযায়ী চাল দেওয়ার কথা জানিয়ে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন বলেন, 'এই নিষেধাজ্ঞার প্রথমকিস্তিতে ৫৬ কেজি করেসুবিধাভোগী জেলেদেরকে চাল দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তির ৩০ কেজি করেচাল বরাদ্দ পেলে তাও দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে। ফলে সঠিক সময়ে চাল পেয়ে উপকৃত হবেন জেলেরা।
' এর আগে রোববারউপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। বাকি বড়বাইশদিয়া, চরমোন্তাজ, চালিতাবুনিয়া ও মৌডুবি ইউনিয়নেপর্যায়ক্রমে চাল বিতরণ হবে বলে জানান সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরাআরও জানান, রাঙ্গাবালী উপজেলার ৬টি ইউনিয়নের ১২ হাজার ৮২০জন জেলে ৬৫ দিনের নিষেধাজ্ঞায়কর্মহীন থাকাকালীন এ ভিজিএফ সুবিধাভোগ করবেন। তাদের প্রত্যেকে প্রথম ৫৬ কেজি এবংপরে ৩০ কেজি করেচাল পাবেন।
এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাবুল জানান, ইতোমধ্যে সুন্দরভাবে রাঙ্গাবালী ও ছোটবাইশদিয়া ইউনিয়নেচাল বিতরণ হয়েছে। শিগগিরই বাকি ইউনিয়নগুলোতেও চাল বিতরণ হবে।
Good news
Good