২৬ ডিসেম্বর, ২০২২
ছবি: ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়
ময়মনসিংহের কেওয়াটখালি এলাকায় সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রামগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামগামী, নেত্রকোণার মোহনগঞ্জ ও জারিয়ার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহের কেওয়াটখালি এলাকায় বগি লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামগামী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার।
তিনি বলেন, সকাল ৮টার দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় ৩৪৭ নম্বর পিলারের কাছে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। রিলিফ ট্রেন এনে উদ্ধারকাজ শেষ করলে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামগামী, নেত্রকোণার মোহনগঞ্জ ও জারিয়ার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত ১৭ ডিসেম্বর নগরীর কেওয়াটখালি এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও জারিয়ার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর আগে ১১ ডিসেম্বর নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়। পরে বগিটি উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Good news
Good