২৫ Jul, ২০২৩
ছবি: অভিযানের চিত্র
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারীতে শব্দ দূষণ রোধক অভিযানে ১০টি হাইড্রোলিক হর্ণ ও ৪ শত কেজি পলিথিন জব্দ করা হয়।
অভিযানে গাড়ির শব্দ দূষণ রোধে ৬টি বাসকে মামলায় ১৫ হাজার টাকা জরিমানাসহ ১০টি হাইড্রোলিক হর্ণ ও এছাড়া নিষিদ্ধ পলিথিন বিক্রয় করায় হক স্টোরকে পৃথক মামলায় ৫ হাজার টাকা জরিমানা এবং আনুমানিক ৪ শত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিভিন্ন ধারায় মোট ২০ হাজার টাকার এই অর্থদন্ড প্রদান করা হয়।
শব্দ দূষণ রোধে চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী এলাকায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক ঊমি সরকারসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন দোহাজারী পুলিশ ফাঁড়ির একটি দল।