৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

১০ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু

১৩ ডিসেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: বাংলাদেশ রেলওয়ে।

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সাড়ে ১০ ঘন্টা পর ঢাকার সা‌থে উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু হয়েছে। গত রাত সা‌ড়ে ১০ টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাই‌নের রাজাবা‌ড়ি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘ‌টে। ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ থাকে। সকাল ৯টার দিকে রেলক্রসিং থেকে ট্রেনটি সরিয়ে নেয়া হলে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

রেলসূত্র ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় কা‌লিহাতী উপজেলার রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। এ‌তে বন্ধ হয়ে যায় ওই রেললাই‌নের ট্রেন চলাচল। খবর পেয়ে ভোর  ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল  ৯ টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

উদ্ধারের বিষয়ে পশ্চিম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আমিন জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ভোর ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। সকাল ৯ দিকে উদ্ধার শেষ হলে এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
 

Related Article