৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

১০ দফা দাবির প্রতি বিভিন্ন সংগঠনের সমর্থন

১১ ডিসেম্বর, ২০২২

মোঃ শামীম হোসাইন,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: ১০ দফা দাবি সমর্থন বিভিন্ন দলের

ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপির ঘোষিত ১০ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে বিভিন্ন সংগঠন। পৃথক কর্মসূচি থেকে তারা এ সমর্থন প্রকাশ করেন।
লেবার পার্টি : বিএনপির যুগপৎ আন্দোলনের কর্মসূচিকে স্বাগত ও সংহতি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণ আওয়ামী জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট ও অর্থপাচার থেকে মুক্তি চায়। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের সাইরেন বেজে উঠেছে। লেবার পার্টি ১০ দফা দাবি আদায়ে জনমত গঠন ও তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে বলেও তিনি জানান।
গতকাল লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন জোরদার করার লক্ষ্যে’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক কে এম ইসলাম, মেজবাউল ইসলাম, অর্থ সম্পাদক মো: রাসেল সিকদার, প্রচার সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রুমান সিকদার, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আগামী ১৩ ডিসেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

জাগপা : বিএনপির ১০ দফা কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, জনগণের সাথে প্রতারণা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি, গণতন্ত্রকে হত্যা এবং ভোটাধিকার হরণের দায়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারকে পার্লামেন্ট ভেঙে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনা সরকারের টার্গেটের শিকার ও রাজনৈতিক কারণে বন্দী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সব ষড়যন্ত্রমূলক মামলাগুলো প্রত্যাহার করতে হবে।
গতকাল আসাদগেট দলীয় কার্যালয়ে জাগপা’র জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো: আনাছ, আসাদুর রহমান খান, মো: নিজামুদ্দিন অমিত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, শামীম আক্তার পাইলট, সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, ভিপি মুজিবুর রহমান, সদস্য রিয়াজ রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. মো: সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।


জাপা : জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক এমপি আহসান হাবীব লিংকন, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট শফিউদ্দিন ভূইয়া, সেলিম মাস্টার, সাবেক এমপি হোসনে আরা আহসান, অ্যাডভোকেট মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক হান্নান আহম্মদ খান বাবলু, যুগ্ম মহাসচিব এএসএম শামীম, কাজী মোহাম্মদ নজরুল, ঢাকা মহানগর সদস্যসচিব গাজী ওমর ফারুক, কেন্দ্রীয় দফতর সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী ফয়েজ আহমেদ প্রমুখ।


সভায় অবৈধ ও অনির্বাচিত বর্তমান সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে শরীক হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good