৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

যমুনায় ধরা পড়ল ৩৮ কেজির বাঘা আইড়, বিক্রি ৪৮ হাজার টাকায়

২৫ জানুয়ারী, ২০২৫

তারুণ্য-২৪,
নিজস্ব প্রতিবেদক

ছবি: যমুনায় ধরা পড়ল ৩৮ কেজির বাঘা আইড়, বিক্রি ৪৮ হাজার টাকায়

শনিবার (২৫ জানুয়ারি) পরে সেটি উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে তোলা হয়। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে সেটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী হালিম মাছটি ক্রয় করেন। 

জানা গেছে, ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যায়। পরে জালে বিশাল আকৃতির বাঘা আইড়টি আটকা পড়ে। পরে সে মাছটি ধরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসে। বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় জমে বাজারে। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। 

মাছ ব্যবসায়ী হালিম জানায়, বিশাল আকৃতির মাছটি নাড়াচাড়া করছে। উন্মুক্ত মাছটি ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে।

গোবিন্দাসী মত্স্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু বলেন, ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good