৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

যে জিনসের দাম হামরাগুলা কেমনে বাচি বাহে

০৮ নভেম্বর, ২০২২

আসাদুজ্জামান রিপন,
কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি

ছবি: কুড়িগ্রাম থেকে আসাদুজ্জামান রিপন এর পাঠানো ছবিতে কাজের খোজে পথ চেয়ে আছে দিনমজুরেরা


অবহেলিত এক জনপদের নাম কুড়িগ্রাম। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে এলেও এখানে এখন পর্যন্ত গড়ে ওঠেনি তেমন কোন শিল্পকলকারখানা। শিক্ষার হারের দিকেও অনেকটা পিছিয়ে। তাই কৃষিই এখানকার মানুষের জীবিকার প্রধান মাধ্যম।
দিনমজুর কাজ করে এখানকার হাজার হাজার মানুষ পরিবার পরিজনকে নিয়ে অতিকষ্টে জীবন যাপন করছে। খোজ নিয়ে দেখা গেছে শহরের নিকটবর্তী কুড়িগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের চরভেলাকোপা, ধরলা ব্রীজের পূর্বপার, টাপু ভেলাকোপা, পাচগাছী ও যাত্রাপুর ইউনিয়নের অনেক মানুষই দিনমজুর। এমনিতেই করোনা পরবর্তী দেশের অর্থনীতির অবস্থা নাজুক। তারমধ্যে আবার দ্রব্যমূল্যের এই চরম উর্দ্ধগতির কারণে কুড়িগ্রামে ভাল নেই এসব দিনমজুরেরা। শহরের ঘোষপাড়ায় প্রতিদিন কাজের জন্য বসে থাকে এখানকার দিনমজুরেরা। সেবাক্লিনিক মোড়ে গেলেই তাদের দেখা মেলে প্রতিদিন। রাস্তার দুই পাশে সারিসারি বসে থাকেন তারা। কখন কাজ করানোর জন্য লোক আসে সেই আশায় পথচারীদের মুখের দিকে চেয়ে চেয়ে থাকে।  তাদের কেউ কেউ দা কামলা, কেউ মাটি কাটার কাজ করে, আর কেউ কেউ কৃষি জমিতে কাজ করেন। 
মাথায় হাত দিয়ে বসে থাকা আয়ুব আলী তাদেরই একজন। তিনি বলেন প্রতিদিন এখানোত আসি  বসি থাকি কাজের খোজে। কোনদিন কাজ পাই কোনদিন পাইনা। যেদিন কাজ পাইনা সেদিন চাউল ডাল কিনবার পাইনা। বউ ছোওয়া নিয়ে খুব কষ্টে আছি। মাত্র চার পাচশ ট্যাহা মজুরি পাই। তাও কোনদিন কপালত কাজ জোটে কোনদিন জোটেনা। আর বাজারোত জিনিসপাতির যে দাম তাতে হামরাগুলা কেমন করি বাচমো আল্লাই জানে বাহে। সরকার হামারগুল্যার দিকে চ্যায়াও দ্যাহেনা। তাদের ছেলেমেয়েদের পড়ালেখা করান কিনা জানতে চাইলে আকবর মিয়া জানান। যে জিনসের দাম ছাওয়া পোয়াক ভাতে দিবেরপাইনা ঠিকমত ফির ল্যাহাপড়া। স্কুলোত দিছি ভর্তি করি কিন্তু হামারগুলার ভাগ্যে এইগলাই ল্যাহা। 
হামার খবর কাঁইয়ো নেয়না বাহে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good