৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল / খেলাধুলা

ওয়েলস কে হারিয়ে রাউন্ড অব-১৬ আশা বাঁচিয়ে রাখলো ইরান

২৫ নভেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: ইরানের বিজয় উল্লাস

বি গ্রুপের আজকের ম্যাচে ওয়েলসকে হারিয়ে জয় তুলে নিয়েছে ইরান। সেই সঙ্গে নক আউটের স্বপ্ন টিকে থাকল ইরানিয়ানদের। প্রথম ম্যাচে ওয়েলস ড্র করেছিল যুক্তরাষ্ট্রের সাথে, ইরান ইংল্যান্ডের কাছে হারে বড় ব্যবধানে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান ওয়েলসের বিপক্ষে ম্যাচে এসে শেষ মুহূর্তে ২-০ গোলের দুর্দান্ত এক জয় পেলো।


ম্যাচের ৮৬ মিনিটে ওয়েলস  গোলরক্ষক লাল কার্ড পেলে দশজনের দলে পরিণত হয় ওয়েলস। সেই সুযোগটা কাজে লাগিয়ে আক্রমণ চালায়  ইরান। যোগ করা সময়ের নবম মিনিটে এসে গোল করেন রোজবেহ চেশমি। এর তিন মিনিটের মাথায় আরও এক গোল, এবার জাল কাঁপান রামিন রেজাইন।  

অতিরিক্ত সময়ের দুই গোল বাঁচিয়ে রেখেছে ইরানের রাউন্ড অব ১৬ এর আশা। 
 

Related Article