৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / বিনোদন / সারাদেশ

শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

২১ মার্চ, ২০২৩

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: আলোচনা সভা


ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার অন্তর্ভুক্ত শিডিউল কাস্ট  উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারো  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ই মার্চ মঙ্গলবার সারাদিন ব্যপি কর্মসূচি পালন ককরে  বিকাল ৩.৩০ মিনিটে পুরস্কার বিতরণীর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয়।

অনুষ্ঠানে ১৮ নং শুখান পুখুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাঠিভাঙ্গা শিডিউল কস্ট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী । 

গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও  ভাইস চেয়ারম্যান আব্দর রশিদ, ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা মোঃ মারুফ হোসেন, সুধীরচন্দ্র শর্মা, সাবেক সভাপতি,১৮ নং শুখান পুখুরী ইউনিয়ন আওয়ামী লীগ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন চন্দ্র বর্মন, ইউ পি সদস্য মোঃ এরশাদ মোল্লা (১৮ নং শুখান পুখুরী ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ড)। 

এ সময় খেলা ধুলায় অংশ গ্রহন কারী  ১ম,২য় ও ৩য় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নানা ধরনের খেলা দেখতে এবং খেলায় অংশ গ্রহন করতে শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন চন্দ্র বর্মন বলেন, এ বিদ্যালয়ে চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় অনেক উন্নয়ন হয়েছে, স্কুল গেট, নিয়মিত খেলাধুলা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাঠে মাটি ভরানো সহ স্কুলের সার্বিক অবস্থার অনেক কিছু পরিবর্তন হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে অধ্যক্ষ জুলফিকার আলী বলেন, এ স্কুলটি অনেক ভালো অবস্থানে রয়েছে, রেজাল্ট ভালো হচ্ছে, বিভিন্ন শিক্ষার্থী ভালো ভালো যায়গায় চান্স পেয়েছে এবং উন্নয়নের ক্ষেত্রে আমি সার্বিক সহযোগিতা করবো। এ স্কুল টি যেনো ঠাকুরগাঁও জেলার মধ্যে সুনামের সহিত গড়ে উঠতে পারে, ভালো অবস্থান তৈরী করতে পারে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good