২৯ মার্চ, ২০২৩
ছবি: ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাত অর্থাৎ বুধবার রাত সোয়া একটার দিকে শহরের বাংলায় স্কুলের মোড়ের নবারুণ সেন্টার এর বিপরীতে হেদায়েত মার্কেটের ফ্যাশন হাট নামক একটি ডিপার্টমেন্টাল স্টোর সহ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরইমধ্যে আগুনের লেলিহান শিখায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে দোকানগুলোতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে পার্শ্ববর্তী স্থানীয়রা। এরপর তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পাশাপাশি নিজেরাই একে একে বালতি ভরে আগুন নিভানোর জন্য পানি নিক্ষেপ করতে থাকেন।
প্রায় আধা ঘন্টা পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর শুরু করে তারা আগুন নিভানোর কার্যক্রম। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এরইমধ্যে পুড়ে গেছে ফ্যাশন হাট নামক ডিপার্টমেন্টাল স্টোর, একটি ফ্রিজ এ এয়ারকন্ডিশনের সার্ভিসিং সেন্টার, একটি টেলিভিশন এর সার্ভিসিং সেন্টারসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান।
এতে করে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ধারণা করছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো তা সঠিক করে কেউ বলতে না পারলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
Good news
Good