২০ মে, ২০২৩
ছবি: সংগৃহীত
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, এর দিক-নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এর ওসি মোঃ জহিরুল ইসলাম, তত্বাবধানে, এএসআই মোঃ আলামিন জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ২৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে।
ভুক্তভোগী মহিবুল হাসান কালু এর জিডির প্রেক্ষিতে রবিবার (২০ মে) বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া মোট ২৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ওসি।
ভুক্তভোগী বিকাশের মাধ্যমে প্রতারিত টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তিনি ভোলা জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা উদ্ধারে ব্যাপক ভুমিকা রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে এ এস আই আলামিন।
Good news
Good