০৬ ডিসেম্বর, ২০২২
ছবি: আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি সহ সকল নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামীলীগের ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী ৫০ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চরফ্যাসন উপজেলা শাখার উদ্দ্যোগে আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় চরফ্যাসন টিভি স্কুল মাঠে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী যুবলীগের চরফ্যাসন উপজেলা শাখার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বিশেষ অতিথি মানিকগঞ্জ - ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি, চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন পৌরসভার মেয়র এম মোরশেদ প্রমূখ।
চরফ্যাসন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল- ইমরান'র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি / সম্পাদক, পৌর ইউনিটের আহবায়ক/সদস্য সচিব সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।