১১ এপ্রিল, ২০২৩
ছবি: ভোলাহাটে এনজিও মাইডস’র ২ কর্মকর্তা-কর্মচারীর ৫ বছরের সাজা। ১. মোঃ হেলাল উদ্দিন ও ২. মোঃ জেনারুল ইসলাম-এর ছবি।
চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আমলী ভোলাহাট আদালতে প্রতারণার মামলায় ‘মাইডস’ পল্লী উন্নয়ন সংস্থা এনজি’র দু’কর্মকর্তা-কর্মচারীকে পৃথক পৃথক মেয়াদে ৯ এপ্রিল রোববার সাজা দিয়েছেন বিজ্ঞ বিচারক মোঃ হুমায়ন কবির।
ভোলাহাট উপজেলার ময়ামারী গ্রামের মৃতঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ এত্তাজ আলী বাদি হয়ে গত বছরের সেপ্টেম্বর মাসের দিকে ভোলাহাট উপজেলার আদাতলা গ্রামে অবস্থিত এনজিও সংস্থা ‘মাইডস’ পল্লী উন্নয়ন প্রকল্পের দলদলী শাখার শাখা ব্যবস্থাপক ভোলাহাট উপজেলার আদাতলা গ্রামের মোঃ আব্দুর রহমান ডাকুর ছেলে মোঃ হেলাল উদ্দিন(৪০) ও একই শাখার ফিল্ড অফিসার একই উপজেলার খড়কপুর গ্রামের মোঃ মন্জুরের ছেলে মোঃ জেনারুল(৩৫) এর বিরুদ্ধে মামলা করেন আদালতে।
দন্ড বিধি আইনের ৪০৬/৪২০/৫০৬(২)/১০৯ ধারার অপরাধে উভয়কে পৃথক ভাবে ৫ বছর করে সাজা প্রদাণ করেছেন বিজ্ঞ বিচারক। এছাড়াও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন অনাদায়ে ৫ মাস করে সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভূগি মামলার বাদি।