০৩ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সমূহ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা আওয়ামী কৃষকলীগের নেতাকর্মীদের মাঝে বর্তমান সরকার ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গোহালবাড়ীহাট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে উপজেলা আওয়ামী কৃষকলীগ কর্তৃক আয়োজিত আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মাষ্টার, মোঃ একরাম হোসেন ও মোঃ সায়েদ আলী, থানা উপ-পরিদর্শক মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সাজেদ আলী মেম্বার, ইউপি মেম্বার মোঃ আব্দুস সবুর আলী, উপজেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কোবাদ আলী।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত এ অর্থ ভোলাহাট উপজেলা আওয়ামী কৃষকলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুতের সভাপতিত্বে ও পরিচালনায় উপজেলা আওয়ামী কৃষকলীগের কার্যকরী কমিটির ৭১ জন সদস্যদের মাঝে প্রায় ১৮হাজার টাকা নগদ প্রদাণ করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিগণ।
Good news
Good