১৮ সেপ্টেম্বর, ২০২২
ছবি:
ভোলাহাটে উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
রাজধানী পল্লবীসহ দেশব্যাপী কেন্দ্রীয় বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামীলীগের বাধার প্রতিবাদে ভোলাহাট উপজেলা বিএনপির ডাকে একটি প্রতিবাদ সমাবেশ ১৮ সেপ্টেম্বর'২২ রোববার বিকেল ৫টায় তাদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব খিজির হায়াত মোল্লা, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, ২নং ইউনিয়নের সদস্য সচিব ইদ্রিস আলী মাষ্টার, ৩নং দলদলী ইউপির আহবায়ক আবু মোতালেব মাষ্টার ও সদস্য সচিব মোঃ মোস্তাকিম আলী। ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের সদস্য সচিব কামরুজ্জামান বাবুলের সঞ্চালনায় অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির কনিষ্ঠ সদস্য হায়দার আলী। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, ৪নং ইউনিয়নের আহবায়ক শাহ্ জালাল, ১নং ইউনিয়ন সদস্য সচিব জিয়াউল হক, সদস্য আব্দুস সালাম, ২নং গোহালবাড়ী ইউনিয়নের আহবায়ক মঈনুদ্দিনসহ অন্যরা। প্রতিবাদ সমাবেশ সভায় বক্তারা আওয়ামীলীগের কর্মকান্ডের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে আগামীতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী রাজপথে থেকে জোরদার আন্দোলনের আহবান জানানো হয়।