৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি / সারাদেশ

ভোলাহাটে উন্নতপন্থায় বস্তায় আদাচাষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ

১৮ এপ্রিল, ২০২৪

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে উন্নতপন্থায় বস্তায় আদাচাষে কৃষকদের মাঝে সার-বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদ্বয়

ভোলাহাটে উন্নতপন্থায় নিজ বাড়ীতে বস্তায় আদা চাষের সার-বীজ উপকরণ বিতরণ অনুষ্ঠিত।
 

ভোলাহাটে নিজ বসবাসরত বাড়ীতে উন্নতপন্থায় আদা চাষের জন্য উপজেলার ৪টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও বস্তায় আদা চাষের বিভিন্ন উপকরনাদী বিতরণ করা হয়েছে। 
 

এলক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২০২৪) বেলা দেড়টার সময় উপজেলা  কৃষি চত্বর প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
 

নয়া উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বে নিয়োজিত এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার চাঁপাইনবাবগঞ্জ মীর আল-মনসুর শোয়াইব আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। 
 

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী ও তাঁর অফিসে কর্মরত কর্মকর্তাগণ। অন্যান্যের মধ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ-উপজেলা ইঞ্জিনিয়ার আছহাবুর রহমান, যুব উন্নয়ন অফিসার, পল্লী উন্নয়ন অফিসার, বিএমডিএ ইঞ্জিনিয়া ও অন্যান্য সুধীজনেরা।
 

উন্নত পন্থায় বস্তায় আদা চাষে উপজেলার বিভিন্ন এলাকা আগত কৃষকদের মাঝে প্রতি জনকে ৫'শ টি বস্তা, ১৫ কেজি উন্নতজাতের আদাবীজ, ৫০ কেজি জৈবসার, বিভিন্ন রাসায়নিক সারাহ অন্যান্য উপকরণ ও বালাইনাশক বিতরণ করা হয়।

এ ব্যাপারে উন্নত পন্থায় বস্তায় আদা চাষের ফলাফল জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী বলেন, বাংলাদেশে মসলা ফসলের মধ্যে আদা ও হলুদের উৎপাদন চাহিদার তুলনায় কমে হওয়ায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমি বাগান ও বিভিন্ন ফসলের ফাঁকা জায়গা, বসতবাড়ীর আশেপাশের ছাঁয়াযুক্ত পতিত জায়গায় আদা ও হলুদের চাষ বাড়ানোর উদ্দ্যোগ নেয়া হয়েছে।বস্তায় আদাচাষ একটি নতুন প্রযুক্তি এবং এ প্রক্রিয়ায় আদাচাষ সহজ ও অধিক লাভজনক। 
 

তিনি আরো বলেন, এ বছর ভোলাহাট উপজেলায় ৩০ হাজার বস্তায় প্রদর্শনী হিসেবে ও কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আরো ৪০ হাজারসহ মোট ৭০ হাজার বস্তায় আদাচাষ হবে। 
 

এ আদার চাষ করে পারিবারিক চাহিদা পূরণের জন্য সকলকে ১০টি বা ২০টি বস্তায় আদাচাষ করার জোর আহবান জানাচ্ছি কৃষকদের মাঝে এবং আমি বা আমার কর্তৃপক্ষ আশা করছি আগামী দু'বছরের মধ্যে আদার উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good