১৫ ডিসেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

ভোলাহাটে সাঁপের কামড়ে দু'জনের মৃত্যু ও ১জন গুরুতর!

০৫ অক্টোবর, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে সাঁপের কামড়ে দু'জনের মৃত্যুর ১। আজিজুল (৫০) ও ২। রানাউল (৪৫) এর ছবি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমিতে ঘাস কাটতে গিয়ে ও অপর জন রাতে ঘরের ভিতর সাঁপের কামড়ে অবশেষে গত দু'দিনে দু'জন মারা যাবার ও ১জন গুরুতর হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে।

স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের খাড়বাটরা গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে আজিজুল (৫০) ও একই ইউনিয়নের আলালপুর গ্রামের আওকাত আলী গুধার ছেলে রানা (৩৫) দু'জনের মধ্যে আজিজুল ঘাস কাটতে গিয়ে আরেকজন নিজ বাড়ীতে সাঁপের কামড়ে মারা যায়।

জানা যায়, আজিজুল প্রতিদিনের ন্যায় চাঁনশিকারী নামকস্থানে ঘাষ কাটতে গিয়ে মাঁইছা আলাদ নামের সাঁপের কামড় দেয় ও আলালপুর গ্রামের রানাউলকে নিজ বাড়ীতে কিং কোবরা সাঁপে কামড় দেয়।

আরো জানা যায়, সাঁপের কামড়ের আজিজুলকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ও পরে রাজশাহীতে রেফার্ড করা হয়। পরে ঐদিনই রাজশাহীতে নেয়ার পথিমধ্যে মারা যায় আজিজুল।

আরেকজন রানাউলকে শনিবার দিবাগত রাত প্রায় ১১টার সময় নিজ ঘরের থাকা কিং কোবরা সাঁপ কামড় দিলে তাঁর চিৎকারে বাড়ীর বাবা ও মাসহ স্থানীয়রা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রানাউল মারা যায়।

মৃত আজিজুল ও রানাউল উভয়কে রোববার আসরের পরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

আরো জানা গেছে, সাঁপের কামড়ে আহত হয়ে একই উপজেলার হোসেনভিটা গ্রামের আনারুল ইসলাম (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good