৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

ভোলাহাটে সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসের গণসংযোগ

২৯ ডিসেম্বর, ২০২৩

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্য রাখছেন, এমপি গোলাম মোস্তফা বিশ্বাস।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাবেক এমপি ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহা. গোলাম মোস্তফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪'র স্বতন্ত্র এমপি প্রার্থী ঈগল প্রতীকে শুক্রবার দিনব্যাপী গণসংযোগ করেন।


এ সময় গণসংযোগে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আফরাজুল হক বাবু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু হেনা মোস্তফা বিদ্যুৎ, সাবেক কৃষকলীগের সভাপতি আতাউর রহমান রজব, আওয়ামীলীগ নেতা (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলহাজ্ব আতাউর রহমান মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মৌদুদুর রহমান শাহ্, উপজেলা শ্রমিকলীগের ইয়ারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিনসহ আওয়ামীলীগ ও তার অংগসংঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 


স্বতন্ত্র এমপি প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস ভোলাহাটে  দিনব্যাপী গণসংযোগে পবিত্র জুম'আর দিনে উপজেলার ১নং ভোলাহাট সদর ইউনিয়নের চরধরমপুর জামে মসজিদে নামাজবাদ উপস্থিত মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন। 


এমপি প্রার্থী এর আগে ভোলাহাটের প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা-মেডিকেলমোড়ের চৌমাথায় ঈগল প্রতীকের ভোট চেয়ে লিফলেট বিতরণ পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দ্যেশ্যে বলেন, আমি এমপি থাকাকালীন ভোলাহাটের যাবতীয় স্কুল, কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়ন করেছি এবং যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে, সেগুলো কাজের জন্য আমাকে ঈগল প্রতীকে ভোট দিবেন ও ভোলাহাটের সকল অসমাপ্ত কাজগুলি করার তৌফিক যেনো আল্লাহ্ আমাকে দেয়, যদি আপনাদের দোয়া থাকলে আপনাদের সকলপ্রকার দাবি পূরণে কোনো ত্রুটি হবে না বলে আশ্বাস প্রদান করেন।

Related Article