৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি

ভোলাহাটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রম উদ্বোধন

২৯ জানুয়ারী, ২০২৪

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিগণ।

চাপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

সোমবার ২৯ জানুয়ারী সকালে ৩নং দলদলী ইউনিয়নের কালহোন মাঠে ২০২৩-২০২৪  অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ্ দাবির, থানা অফিসার ইনচার্জ হৃত্বিক সুমন রায়, ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, কৃষি প্রকৌশলী শাহ্ সাইদুর রহমান। কৃষি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। উপ-সহকারী কৃষি অফিসার ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রতন কুমার নায়েক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সবুজ আলী। 


এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন। খাদ্যের অভাব দুর করার জন্য চাষীদের চাষাবাদে উদ্বুদ্ধ করার উপর গুরুত্বারোপ করেন, অনুষ্ঠানের বিভিন্ন বক্তাগণ।

Related Article