৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভোলাহাটে নববধূর লাশ নিয়ে পুলিশের সাথে পরিবারের বাকবিতন্ডা!

১০ Jun, ২০২৩

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাট এ নববধুর লাশ আরিফা(১৫)’র ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নববধূর লাশ ময়নাতদন্তে পরিবারের বাঁধা। পুলিশ ও পরিবারের সদস্যদের সাথে বাকবিতন্ডা। অবশেষে শান্তিপূর্ণভাবে নিরশণ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ।
 

ঘটনাটি ঘটেছে ১০ জুন শনিবার উপজেলার চামা-মুশরীভূজা গ্রামে। নববধূর পারিবারিক থানা সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের প্রবাসী মোঃ আলম আলীর মেয়ে আরিফার(১৫) সাথে তিন মাস পূর্বে ভোলাহাট উপজেলার চামা-মূশরীভূজা গ্রামের মোঃ মইনুল ইসলামের ছেলে মোঃ মোস্তাকিমের সাথে বিয়ে হয়। 

৯ জুন রাতে নববধূ ও তাঁর স্বামী ঘুমাতে যায়। ১০ জুন সকালে তাঁর স্বামী মোস্তাকিম স্ত্রীকে মৃত্যু দেখে চিৎকার দিলে বাড়ীর মানুষসহ এলাকার লোকজন ভীড় করে। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে গেলে ময়নাতদন্ত না করার জন্য পুলিশের সাথে পরিবারের সদস্যরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতন্ডার এক পর্যায়ে পুলিশ ও পরিবারের সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। 

তবে গুরুত্বর হতাহতের ঘটনা ঘটেনি। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম রেজা বলেন, লাশ ময়না তদন্তের জন্য শান্তিপূর্ণভাবে এক পর্যায়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
 

উল্লেখ্য এ সময় গোমস্তাপুরের এসপি সার্কেল, গোমস্তাপুর ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ চোখে পড়ার মত পুলিশের উপস্থিতি ছিলো। 

এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যগণ স্থানীয় জনগণের উপচে পড়া ভীরের দৃশ্য চোখে পড়লেও কোনপ্রকার দূর্ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নিরশণ হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good