০৮ ডিসেম্বর, ২০২২
ছবি: ভোলাহাটে ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা সামগ্রী তুলে দিচ্ছেন ও বক্তব্য রাখছেন, উপজেলা চেয়ারম্যান, ইউএনও।, ইউপি চেয়ারম্যান এবং কৃষি অফিসার।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনার কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ইউএনও উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ্ দবির মেম্বার, ইউপি চেয়ারম্যানগণ-১নং সদর ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, ২নং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ্, ৩নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হোক চুটু ও ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানি মিয়া। উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আসহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কাউসারুল আলম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, মৎস্য অফিসার মোঃ ওলিউর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ ওমর ফারুকসহ সুধীজনেরা। এছাড়াও উপজেলার ২নং গোহালবাড়ী ইউনিয়নের কৃষি প্রণোদনাভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী জানান, উপজেলার ৪টি ইউনিয়নের ২৭০০'শ জন কৃষকদের মাঝে প্রতি জনকে ধানবীজ-৫ কেজি, সার ডিওপি-১০ কেজি ও এমওপি-১০ কেজি এবং ৪ হাজার জন কৃষকদের মাঝে হাইব্রিড ধানবীজ-২ কেজি করে প্রদান করা হবে। এ বিতরণের কাজ আগামী রোববার পর্যন্ত উপরোক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের কাজ চলবে বলে তিনি জানান।