৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি

ভোলাহাটে কৃষকের ধান কেটে দেয়ার সহযোগিতা করলো উপজেলা ছাত্রলীগ

০৫ মে, ২০২৩

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে কৃষকের পাশে থেকে ধান কর্তণ করছেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকেল ও তার সহযোগী সদস্যগণ।

ভোলাহাট উপজেলার বীরেশ^রপুর গ্রামের দরিদ্র কৃষক মোঃ মুনিরুল ইসলামের জমির ধান কেটে কাটায় সহযোগিতা করলো ভোলাহাট উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ৫ মে শুক্রবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকেলের নেতৃত্বে ১৪-১৫ জন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ১০ কাঠা জমির ধান কেটে দেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকল বলেন, ‘যেকোন প্রাকৃতিক দূর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে। বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের ধান কেটে দিচ্ছি। আগামীতেও মানুষের পাশে থেকে মানুষের সেবা করবে ছাত্রলীগ’।
তিনি আরো বলেন, সম্প্রতি কোভিড-১৯ ‘করোনা ভাইরাসের প্রকোপে ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। এবার বোরো ধান কেটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। আগামীতেও ছাত্রলীগ মানুষের সেবার জন্য কাজ করবে’ ইনশা-আল্লাহ।
কৃষক মোঃ মুনিরুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা রোদের মধ্যেও আমার ধান কেটে সহযোগিতা করছেন, আমি তাদের জন্য প্রাণভরে দোয়া করি, মহান আল্লাহ্ তাদের দীর্ঘ হায়াত ও সুখ-শান্তি বয়ে আনুক।

Related Article