১৮ ডিসেম্বর, ২০২৩
ছবি: প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলছেন, জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) কে, এম কাওছার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দু’দিনব্যাপি স্থানীয় কৃষক-কিষাণীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী গতকাল সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) তাদের নিজস্ব মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে আয়োজিত কৃষক-কিষাণী প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, চাঁপাইনবাবগঞ্জ খামারবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিধ ড. পলাশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যায়ণ অফিসার ড. শামীম ইকবাল, জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) কে, এম কাওছার হোসেন ও জেলা প্রত্যায়ণ বহিরাঙ্গণ অফিসার মোসাঃ কানিজ তাসনোভা।
দু’দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমদিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন, জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) কে, এম কাওছার হোসেন। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানের অতিথিদের পরিচিতি করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। অনুুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক শাহ্ কবির ও সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, সাংবাদিক জামিল হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার সৈয়দ সাগর আলী ও আব্দুল ওয়াহিদ।
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে করে ২০২৩-২০২৪ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায়, পুষ্টি নিরাপত্তায় বসতবাড়ীতে কালিকাপুর মডেলে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন বিষয়কে কেন্দ্র করে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।