১৯ ডিসেম্বর, ২০২৩
ছবি: ভোলাহাটে দু’দিনব্যাপি কৃষক-কিষাণীদের নিয়ে প্রশিক্ষণ সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে কথা বলছেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দু’দিনব্যাপি স্থানীয় কৃষক-কিষাণীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী গতকাল সোমবার (১৯ ডিসেম্বর ২০২৩) তাদের নিজস্ব মিলনায়তন কক্ষ্যে শেষ হয়েছে।
দু’দিনব্যাপি প্রশিক্ষণ সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী ও উপ-সহকারী অফিসার আখতারুল ইসলাম। অনুুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক শাহ্ কবির ও সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, সাংবাদিক জামিল হোসেনসহ মোট ৩০ জন প্রশিক্ষনার্থী (কৃষক-কৃষাণী) উপস্থিত ছিলেন।
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে করে ২০২৩-২০২৪ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায়, পুষ্টি নিরাপত্তায় বসতবাড়ীতে কালিকাপুর মডেলে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন বিষয়কে কেন্দ্র করে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী বলেন, আমাদের দেশে আমরা সকলেই বাড়ীর আশপাশ ও বাড়ীর আঙ্গিনাসহ কোন জায়গা পতিত রাখা যাবে না। তাহলে নিজের বাড়ীর পূরণ করে এক সময় আমাদের দেশের চাহিদা পূরণ করে দেশকে একদিন মসলা জাতীয় খাবারে স্বয়ংসম্পূন্ন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ্।