৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি

ভোলাহাটে কৃষক-কিষাণীদের দু’দিনব্যাপি প্রশিক্ষণ সমাপনী

১৯ ডিসেম্বর, ২০২৩

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে দু’দিনব্যাপি কৃষক-কিষাণীদের নিয়ে প্রশিক্ষণ সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে কথা বলছেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দু’দিনব্যাপি স্থানীয় কৃষক-কিষাণীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী গতকাল সোমবার (১৯ ডিসেম্বর ২০২৩) তাদের নিজস্ব মিলনায়তন কক্ষ্যে শেষ হয়েছে। 
দু’দিনব্যাপি প্রশিক্ষণ সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী ও উপ-সহকারী অফিসার আখতারুল ইসলাম। অনুুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক শাহ্ কবির ও সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, সাংবাদিক জামিল হোসেনসহ মোট ৩০ জন প্রশিক্ষনার্থী (কৃষক-কৃষাণী) উপস্থিত ছিলেন। 
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে করে ২০২৩-২০২৪ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায়, পুষ্টি নিরাপত্তায় বসতবাড়ীতে কালিকাপুর মডেলে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন বিষয়কে কেন্দ্র করে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী বলেন, আমাদের দেশে আমরা সকলেই বাড়ীর আশপাশ ও বাড়ীর আঙ্গিনাসহ কোন জায়গা পতিত রাখা যাবে না। তাহলে নিজের বাড়ীর পূরণ করে এক  সময় আমাদের দেশের চাহিদা পূরণ করে দেশকে একদিন মসলা জাতীয় খাবারে স্বয়ংসম্পূন্ন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ্। 

Related Article