১৪ মার্চ, ২০২৩
ছবি: ভোলাহাটে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র প্রধানদের বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, গোমস্তাপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম অফিসার মোঃ নুর আলম।
চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গ্রামীণ ব্যাংক গোহালবাড়ী শাখা আয়োজিত কেন্দ্র প্রধান/সহযোগী কেন্দ্র প্রধান ও সফল ঋণী সদস্যদের সমন্বয়ে সোমবার ১৩ মার্চ সকাল ১০টার দিকে ব্যাংকের নিজস্ব কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলার প্রোগ্রাম অফিসার মোঃ নূর আলম।
গ্রামীণ ব্যাংকের এ সভার মাধ্যমে বিভিন্ন সুযোগ, সুবিধা ও নিয়মাবলী সদস্যদের পৌছানো হয়ে থাকে। সুবিধাবলীর মধ্যে উচ্চ শিক্ষায় ঋণ, নবীন উদ্যোক্তা ঋণ, নার্সিং ঋণ, গৃহ ঋণ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এর বিশেষ বিনিয়োগ ঋণ, সংগ্রামী সদস্য ঋণ (ভিক্ষুক) সম্পর্কে আলোচনা করা হয়।
অন্যান্য গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির পিকু ও ভোলাহাট প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি মোহাম্মদ তাজাম্মুল হক আরাফাত। এ সময় উপজেলার ৭৫ জন সদস্য অংশ গ্রহণ করেন।
সফল ঋণী সদস্যদের মধ্যে খালে আলমপুর গ্রামের মোঃ ইয়াসীর আলীর স্ত্রী মোসাম্মৎ ফুলবানু অন্যতম। তিনি প্রায় ৩২ বছর ধরে গ্রামীণ ব্যাংকের সদস্য হিসেবে আছেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। তাঁদের শিক্ষিত করে বিয়ে দিয়েছেন। তাঁর স্বামী আগে কৃষি কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। এখন তিনি গরুর ব্যবসা করেন। গ্রামীণ ব্যাংকে তাঁর ঋণের পরিমাণ ৬০ হাজার টাকা। এছাড়াও অনেক সফল ঋণী সদস্য রয়েছেন।
বৈঠকটি সঞ্চালনা করেন গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের।