০৮ নভেম্বর, ২০২২
ছবি: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম।
৭ নভেম্বর সোমবার প্রেস ব্রিফিং করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও উম্মে তাবাসসুম বলেন, ৮ নভেম্বর'২২ উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিদ্যালয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নানা ষ্টল নিয়ে অংশগ্রহণ করতে পারবে এবং ডিজিটাল মেলায় অংশগ্রহণকারী ষ্টলকে পুরস্কৃত করা হবে বলে তিনি জানান।
Good news
Good