১৩ ডিসেম্বর, ২০২২
ছবি: র ্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় পালিত হয়েছে। এলক্ষ্যে দিবসটি পালনে র ্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি" এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ডিজিটাল বাংলাদেশ দিবসটি পালনে একটি বর্ণাঢ্য র ্যালি উপজেলা চত্বর হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ্ দবির মেম্বার, থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, ইউপি চেয়ারম্যানগণ-সদর ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, ২নং গোহালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ্ ও ৩নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কাউসারুল আলম সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবি চাঁনশিকারী কোম্পানী কমান্ডার মোঃ দেলোয়ার হোসেন ও জে.কে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার মোঃ লুৎফুর রহমান, আনসার ও ভিডিপি অফিসার মোসাঃ কামরুন নাহার, রাজশাহী ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী ডেপুটি ম্যানেজার (লিগ্যাল প্রোটেকশন) সামাউল ইসলাম, মহিলা বিষয়ক অফিস সহকারী মোসাঃ আনজুমানারা পারভীন, ভোলাহাট ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ আবুল কাশেম ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি (সেলপ) মোঃ গোলাম আজমসহ সুধীজনেরা। এ সময় ইলেক্ট্রনিক্স প্রজেক্টেরের মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার বিভিন্ন উন্নয়নকল্পের কথা উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে ভিডিও চিত্রের মাধ্যমে আলোকপাত করেন। আলোচনা সভায় বক্তারা বক্তারা তাদের নিজ নিজ বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন পেশায়জড়িত ব্যক্তি, স্থান,কালপাত্র হিসেবে প্রতিটি বিষয়ে উন্নয়নসহ আগের চেয়ে অনেক উন্নত এবং অতি দ্রুত কাজের অগ্রগতি হয়েছে।